The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

এসএসসি পরীক্ষা: চট্টগ্রাম শিক্ষাবোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৬০৭ শিক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪১ হাজার ৪৮৬ জন। তাদের মধ্যে প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় উপস্থিত ছিল ১ লাখ ৩৯ হাজার ৮৭৯। অনুপস্থিত ছিল ১ হাজার ৬০৭ শিক্ষার্থী। শতকরা হিসেবে অনুপস্থিতির হার ১ দশমিক ১৪ শতাংশ।

রোববার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ৩০ এপ্রিল প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষাবোর্ডের আওতাধীন মোট ২১৬ কেন্দ্রে কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হয়নি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। কেন্দ্রগুলোতে ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিম এবং ১২টি বিশেষ ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করেছে।

উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন চট্টগ্রাম জেলায় (মহানগরসহ) ৯৮ হাজার ৫৯৪ জন, কক্সবাজার থেকে ২১ হাজার ৪০৪ জন, রাঙামাটি থেকে ৬ হাজার ১৭৮ জন, খাগড়াছড়ি থেকে ৭ হাজার ৭৩ জন এবং বান্দরবান থেকে ৪ হাজার ৬৩০ জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত ছিল।

You might also like
Leave A Reply

Your email address will not be published.