The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫

বীর মুক্তিযোদ্ধার ধান কেটে ঘরে তুলে দিল যুবলীগ

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার বীর মুক্তিযোদ্ধা মফিজ আহম্মদ। এই বোরো মৌসুমে এক একর জমি বর্গা নিয়ে চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফসলও বেশ ভালো হয়েছে। কয়েক দিন আগেই সকল ধান পেকে গেলেও শ্রমিকের অভাবে সোনালি ফসল ঘরে তুলতে পারছিলেন না জাতির এই সূর্য সন্তান।

বীর মুক্তিযোদ্ধা মফিজ আহম্মদের জমির পাকা ফসল ঘরে তুলতে না পারার খবর পান উখিয়া উপজেলা যুবলীগের নেতা ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে যুবলীগের অর্ধশতাধিক নেতা-কর্মীদের নিয়ে বীর মুক্তিযোদ্ধা মফিজ আহম্মদের ধান কাটতে যান চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত একটানা কাজ করে বীর মুক্তিযোদ্ধা মফিজ আহম্মদের পাকা ধান ঘরে তুলে দেন।

চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর এমন উদ্যোগে অনেক খুশি বীর মুক্তিযোদ্ধা মফিজ আহম্মদ। তিনি বলেন, শ্রমিকের অভাবে পাকা ধান ঘরে তুলতে পারছিলাম না। এই ধান নিয়ে গত কয়েক দিন ধরে খুব চিন্তিত ছিলাম।  উখিয়া উপজেলা যুবলীগের নেতা ইমরুল চেয়ারম্যান আজ আমার পাকা ধান কেটে ঘরে তুলে দিয়ে চিন্তামুক্ত করলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.