পিএসজিতে লিওনেল মেসির ভবিষ্যৎ ঝুলছে। সম্ভাব্য গন্তব্য হিসেবে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল পুরনো ক্লাব বার্সেলোনার নাম। দিন কয়েক আগে বার্সার ভাইস প্রেসিডেন্ট রাফা ইউস্তের বরাতে জানা গিয়েছিল, আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীকে পুনরায় ন্যু ক্যাম্পে ফেরাতে ইতোমধ্যে যোগাযোগ করেছে কাতালান ক্লাবটি। তারপর আর ঠেকায় কে! একদিকে অধীর আগ্রহে অপেক্ষা করছে সমর্থকরা। অন্যদিকে, দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছে আন্তর্জাতিক গণমাধ্যমও।
চলতি বছরের জুনেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। যদিও এখনো পর্যন্ত চুক্তি নবায়নের তেমন আভাস পাওয়া যায়নি। আগে থেকেই গুঞ্জন ছিল ক্লাব ছাড়তে পারেন আর্জেন্টাইন মহাতারকা। নতুন গন্তব্য হিসেবে বার বার ওঠে আসছিল বার্সেলোনার নাম। যদিও এ নিয়ে মুখ কুলুপ এঁটেছিল দুই পক্ষই।
মেসির ক্লাব ছাড়ার পেছনে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে শীতল সম্পর্ককে দায়ী করে থাকেন অনেকে। সাম্প্রতিক সময়ে মেসির ব্যাপারে বেশ ভালো ভালো কথাই বলছিলেন লাপোর্তা। এমনকী মেসির মতো বিশ্বতারকা ফুটবলারকে আবারো ক্লাবে ফেরানোর আগ্রহের কথাও লুকাননি কেউ।
এদিকে, রোববার গেতাফের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের দিনে গ্যালারিতে উপস্থিত ছিলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। এদিন সমর্থকদের সঙ্গে ছবি তুলতেও দেখা গেছে তাকে। এমনই সময় এক সমর্থক জানতে চান, মেসি পুনরায় ফিরছেন কি না? ভাবনাচিন্তা ছাড়াই লাপোর্তার জবাব, হ্যাঁ।
এদিকে, নিজের ভবিষ্যৎ নিয়ে যখন এত জল্পনা-কল্পনা, তখন মেসি সেটির ভার সৃষ্টিকর্তার হাতেই ছেড়ে দিয়েছেন। বলেন, ‘আমি কল্পনা করতে পছন্দ করি। কী হতে পারে, তা নিয়ে ভাবতে পছন্দ করি। কিন্তু আমি সত্যিই জানি না, আমার ভবিষ্যৎ কোথায়। সৃষ্টিকর্তা যেখানে রেখেছেন, সেখানেই হবে।
‼️ ¿Y Negreira?
-Ahora, ahora verás.🇦🇷 Messi, ¿al Barça?
-Sí.💭 ¿Tranquilo para mañana?
-Y tanto.👔 Las palabras del presidente del @FCBarcelona, @JoanLaportaFCB, antes de la rueda de prensa por el 'Caso Negreira' destapado por @la_ser pic.twitter.com/XllzzdqGV9
— Carrusel Deportivo (@carrusel) April 16, 2023