বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন নুরুন নাহার। সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি গভর্নর ইতোপূর্বে নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন।
আজ (১২ এপ্রিল) বুধবার সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগ কার্যকর হবে আড়াই মাস পর, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।
নুরুন নাহার দ্বিতীয় নারী, যিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন। এর আগে প্রথম নারী ডেপুটি গভর্নর ছিলেন নাজনীন সুলতানা। আগামী ১ জুলাই মেয়াদ পূর্ণ হবে বর্তমান ডেপুটি গভর্নর আহমেদ জামালের। এর পর যে শূন্য পদ হবে, তার বিপরীতেই যোগ দেবেন নুরুন নাহার।
নুরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে বিএসসি ডিগ্রি এবং এশিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ২০০১ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ১৯৬৫ সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি।