বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ হাজারো স্বপ্ন নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল হেলাল। স্বপ্ন পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। তিনি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১৩তম ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হেলাল। পরে তাকে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ইফতারের আগে সন্ধ্যা ৬টার দিকে সেখানে তার মৃত্যু হয়। তার বাবা মুহাম্মদ আব্দুস সালাম ও মাতা সুফিনা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২২ বছর। তার গ্রামের বাড়ি শ্রীমঙ্গল।
হেলালের সহপাঠীরা জানিয়েছেন, তিনি পড়াশোনায় বেশ মনোযোগী ছিলেন। তার মৃত্যুতে তারাও ভেঙে পড়েছেন। হেলালের সহপাঠীদের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করা হয়েছে।
তার এ মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে, বিভিন্ন অনুষদীয় ডিনগণ, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধানগণ, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।