বান্দরবানে কলাগাছের তন্তু থেকে উৎপাদিত প্রথম কলাবতী শাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী।
রোববার (২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এতথ্য জানান জেলা প্রশাসক।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, ২০২১ সালে কলাগাছ থেকে তন্তু উৎপাদনের প্রক্রিয়া শুরু করা হয়। এজন্য জেলার ৬৩টি গ্রামের ওপর সমীক্ষা করে ৯টি পাড়া ও গ্রামকে নির্বাচন করা হয়। সে অনুযায়ী কাজ শুরু করতে বেশ কয়েকজনকে প্রশিক্ষণও দেওয়া হয়। পরে একই বছরের ১৬ ডিসেম্বর তন্তু উৎপাদন প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রতি কেজি তন্তু উৎপাদনের জন্য পাঁচটি কলাগাছের প্রয়োজন হয়। প্রথমদিকে এ তন্তু থেকে নারীদের গয়না, স্যান্ডেল, কলমদানি, পাপোশ ও শোপিস তৈরি করা হতো। যা নীলাচলে অবস্থিত ব্র্যান্ডিং বান্দরবন স্টলে পাওয়া যেতো। এছাড়া স্থানীয় বাজারে এ তন্তুর চাহিদা কম থাকায় কুরিয়ারে অন্য জেলায় পাঠাতে হতো। এতে উৎপাদন ও পারিশ্রমিক খরচ উঠতো না। এ কারণে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কাপড় বোনার উপযোগী তন্তু উৎপাদন করা হয়। যা থেকে পরীক্ষামূলকভাবে কয়েকটি চাদর ও জামদানি শাড়ির আদলে একটি শাড়ি তৈরি করা হয়েছে।