The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

গুচ্ছে থকতে চায় না ইবি শিক্ষক সমিতি, নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত

নিয়ামতুল্লাহ, ইবিঃ গুচ্ছের বাইরে গিয়ে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৮ মার্চ) কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি। সভা শেষে সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগামী ৪ঠা এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা আহ্বানের জন্য ভিসির কাছে অনুরোধ জানিয়েছেন তারা।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, “যেহেতু একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে গুচ্ছের বাইরে গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেহেতু এ সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। একাডেমিক কাউন্সিলের সদস্যদের সিদ্ধান্তের বাইরে গিয়ে উপাচার্য পরীক্ষা নিতে পারেননা। তাছাড়া একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মহান সংসদ ভবন থেকে আইনের মাধ্যমে দেওয়া হয়েছে। ”

উল্লেখ্য, গত ১৯ মার্চ অনুষ্ঠিত ইবির ১২৫ তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতভাবে গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সভায় কয়েকটি সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে, অনতিবিলম্বে ভর্তি কার্যক্রম শুরু করা, পহেলা জুলাই নতুন বর্ষের ক্লাস শুরু করা, আবেদনের জন্য ন্যূনতম ফি নির্ধারণ এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ভর্তি পরীক্ষার পর শুধু ভর্তি হওয়ার জন্যই ক্যাম্পাসে আসবে এবং বাকী কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.