ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটে ‘অধ্যাপক সেকেন্দার হায়াত খান স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব উপাচার্য লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে এই ট্রাস্ট ফান্ড গঠনের ঘোষনা দেওয়া হয়।
এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম সেকান্দার হায়াত খান ১২ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন।
এ ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের এমএস পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএপ্রাপ্ত একজন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক সেকেন্দার হায়াত খান স্বর্ণপদক’ প্রদান করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতাকে ধন্যবাদ জানান। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।