চলতি মাসের ১৮ তারিখে চাকরির আবেদনে বয়সসীমা বৃদ্ধির দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোল চলছিলো নীলক্ষেত মোড়ে। সেদিন চাকরির আবেদনের বয়সসীমা বৃদ্ধির জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশি হয়রানির প্রতিবাদ জানিয়েছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (ডুজা) আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৫ মার্চ সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
সংগঠনের আহ্বায়ক শরীফুল হাসান শুভর সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- ঢাবি শাখার আহ্বায়ক সানোয়ারুল হক সনি, সদস্য সচিব এ আর খোকন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুক্তা সুলতানা, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জনি, সদস্য এসএম ইমন।