আবদুল আল মামুনঃ পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর সহযোগিতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “ন্যাচেরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইমপ্লিমেন্ট্যাশন ইন মেডিকেল প্রেসক্রিপশন জেনারেশন” শিরোনামে একটি সেমিনার আয়োজন করা হয়েছে।
২০ মার্চ সোমবার বিশ্ববিদ্যালয় মিলনায়তে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ নূরুল আনোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিলিজিট লিমিটেড এর সিইও মোঃ মোশাররফ হোসেন এবং এআই বিশেষজ্ঞ মোঃ আসিফ ইকবাল।
সেমিনারে টেলিমেডিসিন এবং মেডিক্যাল সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ন্যাচেরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষার্থীরা পাশ করার পর যেন পেশাগত জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় নিয়মিত সেমিনার, কর্মশালা ইত্যাদি আয়োজন করে যাচ্ছে।
বিভাগীয় চেয়ারম্যান তৌফিকা আমরীন এর সভাপতিত্বে বিভাগীয় শিক্ষক এবং প্রায় শতাধিক শিক্ষার্থী।