জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট, সিন্ডিকেটসহ মেয়াদোত্তীর্ণ সকল পর্ষদের নির্বাচন দাবি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বুধবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের কার্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমেদের হাতে এ স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বজায় রাখতে ১৯৭৩-এর অ্যাক্ট, অর্ডিন্যান্স ও সংবিধিকে সমুন্নত রাখা অতীব গুরুত্বপূর্ণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতিটি গণতান্ত্রিক পর্ষদের (সিনেট, সিন্ডিকেট, শিক্ষা-পর্ষদ, ডীন, অর্থ কমিটি ইত্যাদির) মেয়াদ ৫ বছর আগে ২০১৮ সালে উত্তীর্ণ হলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই৷
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, আশা করা যায় দীর্ঘদিন বিভিন্ন গণতান্ত্রিক পর্ষদের দায়িত্বে থাকা বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয়ের এই গণতন্ত্রহীনতায় বিচলিত হবেন এবং নিষ্ঠার পরিচয় দিয়ে আগামী ১৫ দিনের মধ্যেই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিবেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত না করে বিভিন্ন বিভাগ, অফিস ও আবাসিক হলে শিক্ষক/ কর্মকর্তা/ কর্মচারী নিয়োগ দেয়ায় ১৯৭৩-এর অ্যাক্ট মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।