ক্যাম্পাস প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সেইসাথে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশনেরও বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবিরের স্বাক্ষরিত একটি বিশেষ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২২টি বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান GST গুচ্ছভুক্ত ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হলো। সেইসাথে অত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের সকল ধরনের মাইগ্রেশনেরও বন্ধ ঘোষণা করা হলো।”