The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৪শে অক্টোবর, ২০২৪

মেসিদের দায়িত্ব নিচ্ছেন জিদান!

নামিদামি একঝাঁক তারকা প্লেয়ার আর পেট্রোডলারের উপর ভর করে গড়া দল নিয়েও একের পর এক ব্যর্থতা উপহার দিয়েই চলেছেন ফরাসি জায়ান্ট পিএসজি। সর্বশেষ জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে তারা।

দলের এমন শোচনীয় অবস্থার জন্য অনেকেই আঙুল  ‍তুলছেন কোচ ক্রিস্তফ গ্যালতিয়ের দিকে। তবে বাদ যাচ্ছেন না তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপেরা। এরই মধ্যে গুঞ্জন উঠেছে পিএসজিতে গ্যালতিয়ের অধ্যায় শেষ হতে চলেছে। ইতোমধ্যে তার বিকল্পও খুঁজে নিয়েছে ক্লাবটি।

ক্রীড়াভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, যদি বর্তমান কোচের বিদায় নিশ্চিত হয়, তাহলে পরবর্তী সময়ে জিদানের কথা ভাবা হচ্ছে। কেবল সমর্থকদের চাহিদার কারণে জিদানকে এগিয়ে রাখা হচ্ছে এমনটি নয়। জিদান চেয়েছিলেন ফ্রান্সের জাতীয় দলের কোচ হতে, কিন্তু সেই সুযোগ এখন না থাকায় পিএসজি শিবিরে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.