ফল পুনঃর্নিরীক্ষণ: ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ১৩৪ জন
উচ্চ মাধ্যমিকে ঢাকা বোর্ডে প্রাপ্ত ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে পরীক্ষার খাতা পুনঃর্নিরীক্ষণের আবেদন করে ৯১৩ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরো ১৩৪ জন শিক্ষার্থী। একই সাথে ফেল থেকে পাস করেছেন ১৪৫ জন পরীক্ষার্থী।
এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল আজ শুক্রবার (১০ মার্চ) প্রকাশ করা হয়েছে।
এবার মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। আর উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। অর্থাৎ পাসের হার ছিল ৯৫.২৬ শতাংশ। পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।