ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) রড দিয়ে পেটানোর ঘটনার জেরে তিন শিক্ষার্থীকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রক্টর মো. আবু তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমটি বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ মার্চ দিবাগত রাত ১২টার দিকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১নং ছাত্র হলে সংঘটিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে ইউনিভার্সিটির স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিএসই ডিপার্টমেন্টের ৫১ তম ব্যাচের ছাত্র মুহাম্মদ মোরসালিন, ইংরেজি বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের আহমেদ, ফার্মেসি ডিপার্টমেন্টের ২৯ তম ব্যাচের ছাত্র মো. নিজামকে হলে অবস্থান, ক্যাম্পাস অঙ্গনে প্রবেশসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্দেশ দেয়া হলো।
আরো পড়ুন: ডিআইইউতে রড দিয়ে পিটিয়ে শিক্ষার্থী জখম: পুলিশি হেফাজতে তিনজন