সামাজিক, রাজনৈতিক অস্থিরতাসহ নানাবিধ কারণে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে ভারতের অবস্থান সবার আগে। একবার দুবার নয়, বিশ্বে টানা পাঁচ বছরের মতো অতি জরুরি সেবা বন্ধে শীর্ষস্থানে থাকার লজ্জার রেকর্ড গড়েছে দক্ষিণ এশিয়ার দেশটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ইন্টারনেট সেবা পর্যবেক্ষণ সংস্থা অ্যাক্সেস নাউ জানিয়েছে, গত বছর (২০২২ সাল) বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট সেবা বন্ধ করেছে ভারত।
বিশ্বব্যাপী ২০২২ সালে ১৮৭ বার ইন্টারনেট বন্ধ হওয়ার বিষয়টি নথিভুক্ত করেছে অ্যাক্সেস নাউ। যার মধ্যে ৮৪টি ছিল ভারতে। এরমধ্যে শুধুমাত্র জম্মু ও কাশ্মীরে ৪৯ বার ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল দেশটি।
এ ব্যাপারে অ্যাক্সেস নাউ এক প্রতিবেদনে বলেছে, ‘রাজনৈতিক অস্থিরতা এবং অস্থিতিশীলতার কারণে জম্মু এবং কাশ্মীর ৪৯ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। যার মধ্যে ২০২২ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে টানা ১৬ বার কারফিউ স্টাইলে তিনদিন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।’
ইন্টারনেট বন্ধের দিক দিয়ে দ্বিতীয়স্থানে আছে ইউক্রেন। রাশিয়ার সেনাবাহিনী গত বছর ইউক্রেনে হামলা করার পর অন্তত ২২ বার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল।
এ তালিকার তৃতীয়স্থানে আছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। [সূত্র: রয়টার্স]