সাইফুল মিয়া, চবিঃ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার আয়োজনে মাসব্যাপী লেখালেখি বিষয়ক প্রশিক্ষণের ২য় দিনের কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ২নং গ্যালারিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় দ্বিতীয় দিনের আলোচ্য বিষয় ছিল সাহিত্য ও শুদ্ধ বানান চর্চা। আজকের এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শেখ সাদী।
ফোরামের সভাপতি আকিজ মাহমুদ এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন এর সঞ্চালনায় এদিনে কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার (৬মার্চ) তৃতীয় দিনের কর্মশালা জাতীয় ও আন্তর্জাতিক কলাম লেখা বিষয়ের উপর অনুষ্ঠিত হবে।