The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

জবি বাংলা বিভাগ শিক্ষার্থীদের বই সংকটে ছাত্রলীগের মহতী উদ্যোগ

রিদুয়ান ইসলাম, জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের অধিকাংশ বই গুলো পিডিএফ আকারে পাওয়ার ব্যবস্থা করেছে শাখা ছাত্রলীগ। প্রথম ধাপে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মূল বই ও সহায়ক বইসহ মোট ১৫০ টি বইয়ের পিডিএফ দেওয়া হয়েছে। একটি কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে এ সুবিধা পাবে শিক্ষার্থীরা। এ কোডটি বিভাগের বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দেয়া হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস এ কাজের উদ্বোধন করেন। এসময় বিভাগীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, বাংলা বিভাগের চলমান ব্যাচের অনেক শিক্ষার্থীদের আর্থিক অসচ্ছলতা কারণে অনেকে বই কেনার দিক থেকে পিছিয়ে থাকে। সাহিত্যের বিভাগ হওয়ায় এই বিভাগের শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে মূল বইসহ অনেক সহায়ক বই পড়তে হয় আর সেদিক বিবেচনা করে বাংলা বিভাগ ছাত্রলীগ স্নাতক প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার এবং স্নাতকোত্তর প্রথম সেমিস্টার থেকে দ্বিতীয় সেমিস্টারের প্রয়োজনীয় মূল বই এবং সহায়ক বইসহ মোট ১৫০ টি বই পিডিএফের মাধ্যমে যুক্ত করেছে এছাড়াও অন্যান্য আরো আনুষাঙ্গিক বিষয় যুক্ত করা হবে।

এ কাজের উদ্যোগ নেয়া শাখা ছাত্রলীগের সভাপতি তুষার মাহমুদ বলেন, ‘আমাদের এখানে অনেক শিক্ষার্থী আর্থিক সচ্ছলতার কারণে বই কিনতে পারে না। বিশেষ করে তাদের কথা বিবেচনা করে এ কাজের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এটার মাধ্যমে সবাই উপকৃত হতে পারবে বলে আশা রাখছি।

এবিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বলেন, ‘এমন একটি উদ্যোগের জন্য সবাইকে সাধুবাদ জানাই৷ ভবিষ্যতে এরকম আরো যুগোপযোগী উদ্যোগ বাস্তবায়ন করে উপযুক্ত শিক্ষা গ্রহণের মাধ্যমে শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতি নির্দেশনাসহ সকল মানবিক কাজে শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার জন্য আহবান করেছেন।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.