The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৪শে অক্টোবর, ২০২৪

ইবিতে পাঁচদিন পর খুলেছে ভিসির কার্যালয়ের তালা

মোস্তাক মোর্শেদ, ইবিঃ পাঁচ কার্যদিবস বন্ধ থাকার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কার্যালয়ের তালা খুলে দেয়া হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ আজাদসহ প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে তালা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়।

এর আগে, ইবি ভিসির কণ্ঠ সদৃশ নিয়োগ বাণিজ্য সংক্রান্ত একটি অডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর গত সোমবার অস্থায়ী চাকুরীজীবি পরিষদ ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা ভিসির কার্যালয়ে তালা দিয়ে পদত্যাগের দাবিতে ২০,২১ ও ২২ ফেব্রুয়ারী তিনদিন বিক্ষোভ করতে দেখা যায়। এসময় ভিসি তার নিজ কার্যালয়ে আসেননি। আন্দোলনরত অবস্থায় ভিসির কণ্ঠসদৃশ অডিওটি মাইকে বাজানো হয়। পরবর্তীতে প্রক্টরিয়াল বডি ও পুলিশরা মাইকটি সড়িয়ে নেয়। তবে মাইক বাজনোর ব্যাপারটি স্বীকার করেনি আন্দোলনকারীরা।

উপাচার্য কার্যালয়ের অফিসসূত্রে জানা যায়, আইন বিভাগের আয়োজনে বিভাগের সাবেক শিক্ষার্থী ও দেশবরেণ্য বিজ্ঞ বিচারকদের সাথে শুভেচ্ছা বিনিময় করার উদ্দেশ্যে কার্যালয়ের তালা খুলে দেয়া হয়। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিচারকদের সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান। তবে জানা যায়,ব্যক্তিগত ছুটিতে ঢাকাতে অবস্থান করায় এসময় উপস্থিত ছিলেননা উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমরা তাদের সাথে কথা বলে বুঝিয়েছি আজকে বিশ্ববিদ্যালয়ে দেশের হাইকোর্টের বিচারকসহ বিভিন্ন জায়গার জাজরা এসেছেন। তাদের সম্মানার্থে সমঝোতা করে বুঝিয়ে এটা করা হয়েছে।

তবে এর আগে কার্যালয় তালা দেয়া অস্থায়ী চাকুরীজীবি পরিষদ সূত্রে জানা যায়, আগামী ৫ তারিখ ভিসি স্যারের সাথে আমাদের মিটিং রয়েছে। তাই আপাতত ৫ তারিখ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন স্থগিত করেছি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.