The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

জবিতে ১৯তম আবৃত্তি কর্মশালা শুরু

রিদুয়ান ইসলাম, জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের (জবিআস) আয়োজনে শিক্ষার্থীদের শুদ্ধ পাঠ, প্রমিত উচ্চারণ, আবৃত্তি নির্মাণ, সাংগঠনিক আবৃত্তি চর্চা, উপস্থাপনা, সংবাদ পাঠ, রেডিও জকি ইত্যাদি শেখানোর উদ্দেশ্যে ১৯তম কর্মশালা শুরু হয়েছে। ৫০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া এ কর্মশালা চলবে ৩মাস ব্যাপী।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) কর্মশালার উদ্বোধন করেন আবৃত্তি সংসদের শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা এ কে এম সুজাউদ্দিন।

শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে কর্মশালায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ৫০% ছাড় দিচ্ছে। ইতোমধ্যে দুইজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী উক্ত সুবিধা নিয়ে কর্মশালা শুরু করেছেন।

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি মো: এহসানুল হক রকি বলেন, ‘আমরা উক্ত কর্মশালার সকল শিক্ষকদের যথাযথ সম্মানী দিয়ে ক্লাস নেওয়ার জন্য নিয়ে আসি তার পরেও আমরা চাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সবার জন্য শেখার একটা পরিবেশ তৈরি করে দিতে। তাই যারা শারীরিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন তাদের বিশেষ সুযোগ করে দিয়েছি।’

কর্মশালার বিষয়ে আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মো: রিয়াজুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরাই তিন মাস ব্যাপী কর্মশালা করে থাকি। আমাদের কর্মশালার উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী সুন্দর ভাবে কথা বলতে পারে না, উপস্থাপন করতে পারে না বা বক্তব্য দিতে পারে না তাদের যোগ্য হতে সহায়তা করা। আমরা আবৃত্তির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও কাজ করি। সাধারণত নতুন শিক্ষার্থীরা বেশি আসে আমাদের কর্মশালায়। আমরা চাচ্ছি সবাই যেন পড়াশোনার পাশাপাশি সুন্দর পরিবেশে ভিন্ন কিছু করার সুযোগ পায়।’

শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্ঠা কে. এম. সুজাউদ্দিন বলেন, ‘আবৃত্তি সংসদ এর এই কর্মশালাটি শুধু ছাত্র জীবনেই নয় বরং ভবিষ্যৎ জীবনের জন্যও সহায়তা করবে। যখন কেউ কোথাও ভাইভা দিতে যাবে বা কোথাও চাকরির জন্য দরখাস্ত করবে তখন এটা তার জন্য সহায়ক হবে।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.