রাজধানীর উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আইইউবিএটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যাল। তরুণ চাকরিপ্রত্যাশীদের স্বপ্নের প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দিতে এ আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী চলবে এ আয়োজন।
দেশি-বিদেশি মোট ১০১টি প্রতিষ্ঠান প্রায় ৮ শতাধিক পদে যোগ্য প্রার্থী খুঁজে নিতে অংশ নেবে এই আয়োজনে। সারা দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য উন্মুক্ত থাকছে এ আয়োজন। এ সময় কিছু প্রতিষ্ঠান সরাসরি জীবনবৃত্তান্ত সংগ্রহ, বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন।
ফেস্টিভ্যালে চাকরিপ্রার্থীরা দেশের নামীদামি কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে জ্ঞান লাভ করে সে অনুযায়ী নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে পারবেন।
অনুষ্ঠানে সহযোগী পার্টনার হিসেবে থাকছে ডেইলি স্টার ও কমিউনিটি পার্টনার ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট বিডি। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সময় টিভি ও কালের কণ্ঠ।