The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

১২৩ বছর ধরে অধরা ক্রিকেটের যে রেকর্ড

বাইশগজে প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড হচ্ছে, রেকর্ড  ভাঙ্গা গড়ার খেলা থেমে নেই। তবে অনেক রেকর্ডই বছরের পর বছর ধরে অক্ষত থেকে গেছে। সেই তালিকায় আছে ১২৩ বছর আগের এক রেকর্ড। ১২৩ বছর ধরে ধরাছোঁয়ার বাইরে রয়েছে  এক বিরল রেকর্ড।

অভিষেক ম্যাচ খেলতে নেমে স্নায়ুচাপের শিকার হননি এমন ক্রিকেটারের সংখ্যা নেহায়েৎ কম নয়। বিপরীত চিত্রও দেখা যায় কখনো কখনো। ইংলিশ ক্রিকেটার পেলহ্যাম ওয়ার্নার তেমনই একজন। আবির্ভাবেই এমন আলোড়ন তুলেছিলেন তিনি, যা প্রায় ১২৩ বছর যাবত রয়ে গেছে অন্যদের ধরাছোঁয়ার বাইরে!

১৮৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের পেলহ্যাম ওয়ার্নার জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩২ রানের এক লড়াকু ইনিংস খেলেন। মজার ব্যাপার হচ্ছে, প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয় মাত্র ১৪৫ রানে। সেই পিচে কেউ ৩০ রানের গন্ডি টপকাতে পারেননি। নবাগত ওয়ার্নারও ২১ রান করেছিলেন।

ইংল্যান্ড দ্বিতীয় দফায় একটা মোক্ষম চাল দেয় নবাগত ওয়ার্নারকেই ওপেন করতে পাঠিয়ে। চালটা শুধু ‘ক্লিক’ করেনি, ওয়ার্নারকেও যেন অবিনশ্বর কীর্তি গড়ে তোলার পথে একধাপ এগিয়ে দেয়। সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়ে ওয়ার্নার অনবদ্য অপরাজিত সেঞ্চুরি (১৩২) করেন।

সেই সঙ্গে এক অবিনশ্বর রেকর্ডও গড়ে ফেলেন। ক্রিকেট বিশ্বে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি এবং সেই সঙ্গে ‘ক্যারিং দ্য ব্যাট’ অর্থাৎ ইনিংসের গোড়াপত্তনে এসে শেষপর্যন্ত নট আউট থেকে যাওয়ার যৌথ কীর্তি গড়েছেন! ১২৩ বছর ধরে অক্ষত রয়েছে যে রেকর্ডটা। ইংল্যান্ড শেষপর্যন্ত টেস্টটা জিতেছিল ৩২ রানে।

পরবর্তীকালে ‘স্যার’ উপাধি পাওয়া ওয়ার্নার ১৯৬৩ সালে মৃত্যুবরণ করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.