নিয়ামতুল্লাহ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের এক নবীন ছাত্রীকে রাতভর র্যাগিং ও নির্যাতনের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে আনুমানিক রাত ১১ টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত নির্যাতনের বিষয়ে কারো নিকট কোনো তথ্য প্রমাণাদি থাকলে তা লিখিত আকারে বা সশরীরে প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল ও সংশ্লিষ্ট তদন্ত কমিটির অফিসে আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১১ টার মধ্যে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, হলের ভিতরে ভুক্তভোগী ওই ছাত্রীকে নিয়ে তদন্ত কমিটি বসেছিলেন। এখনও কার্যক্রম চলছে। আজকে ভুক্তভোগী ওই ছাত্রীকে ডাকা হয়েছে, ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশপাশের এলাকায় তার নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো। এছাড়া তদন্তের স্বার্থে অভিযুক্ত ওই দুই ছাত্রীকে আগামীকাল ক্যাম্পাসে ডাকা হতে পারে।
এদিকে নির্যাতনের ঘটনার বর্ণনা শুনতে হল প্রভোস্টের কক্ষে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল ও দেশরত্ন শেখ হাসিনা হল তদন্ত কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক আহসানুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।