মাঠে ক্রিকেটির নীতি ও আইন ভঙ্গের শাস্তি পেতে প্রায় দেখা গেলেও এবার এক ব্যাতক্রমি কান্ড ঘটিয়ে শাস্তি পেতে হয়েছে পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ কে। কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের সরঞ্জাম নিয়ে সম্পূর্ণ ভিন্ন আরেকটি লিগে খেলতে নামায় শাস্তি পাওয়ার এই বিরল ঘটনা ঘটেছে!
পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলের হয়ে খেলছেন নাসিম শাহ। মুলতান সুলতানের বিপক্ষের ম্যাচে খেলার সময়েই এই বিপত্তি বাঁধান তিনি। ব্যাটিংয়ের সময় তিনি ভুলে কুমিল্লার হেলমেট পরে নেমে যান।
তিনি কয়েকদিন আগে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলে গিয়েছিলেন। অবশ্য নির্দিষ্ট দলের হয়ে খেলার পর তাদের পোশাক কিংবা অন্য কোনো সরঞ্জাম নিজের কাছেই রাখতেই পারেন। কিন্তু ভুল করে বসেছেন এই পাক বোলার। কুমিল্লার হেলমেট পরে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নামায় নাসিমের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিসিপ্লিনারি কমিটি তাকে জরিমানা করে।
এর আগে বিপিএল থেকে দেশে ফেরার পর পাকিস্তানের বেলুচিস্তান পুলিশের ডিএসপি বা ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশের মর্যাদা দেওয়া হয় নাসিমকে। একইসঙ্গে তিনি বেলুচিস্তান পুলিশের শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।