জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ৩৫ লাখ শিক্ষার্থী পাচ্ছেন অফিশিয়াল ই-মেইল আইডি। তাদেরকে এ ই-মেইল আইডি দেওয়া হবে গুগল ওয়ার্কস্পেস ফর এডুকেশনের আওতায়।
আনলিমিডেট স্টোরেজ এ ই-মেইল আইডিতে একজন শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সট, ডকুমেন্টস, ডিজিটাল কনটেন্ট সংরক্ষণের সুযোগ তৈরি হবে।
প্রাথমিক পর্যায়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ৩ লাখ ২৯ হাজার ৮৬ জন শিক্ষার্থীকে অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে এই আইডি দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের একাডেমিক ভবনের ভার্চুয়াল রুমে উপাচার্য অধ্যাপক মশিউর রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, উদ্ভধনী দিনে শিক্ষার্থীদের পাশাপাশি সারাদেশের অধিভুক্ত কলেজের ৩৮ হাজার ৮১৭ জন শিক্ষক, ২ হাজার ২৪২টি কলেজ, ৮৪৬ কর্মকর্তা-কর্মচারী ও ৭৪ শিক্ষককে অফিসিয়াল ই-মেইল দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার উপস্থিত ছিলেন।