মোস্তাক মোর্শেদ, ইবি: প্রেমের সুষম বন্টন চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা। এসময় তারা কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না এমন অদ্ভুত স্লোগান দিতে থাকে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে সভাপতি ইসতিয়াক প্রান্তের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এসময় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় সমবেত হয়।
এসময় সংঘের সাধারণ সম্পাদক সিয়াম বলেন, আজকের সমাজে আমাদের মতো সৎ, নিষ্পাপ, নিষ্ঠাবান প্রেমিকরা যখন সিঙ্গেল সেখানে অন্যরা একি সাথে দুই, তিনটি প্রেম করছে। প্রতিনিয়ত নির্বিচারে তারা প্রেমে লিপ্ত হচ্ছে। প্রেমের নামে যারা এটিকে কলুষিত করছে তাদেরকে আপনারা ধরিয়ে দিন।
প্রেম বঞ্চিত সংঘের সভাপতি ইসতিয়াক প্রান্ত বলেন, আজ জীবনের ২৪ টা বছর এবং প্রেম বঞ্চিত সংঘের সাথে ৫টা বছর কেটে ফেললাম কিন্তু এখনো সিঙ্গেল হয়ে কাটাচ্ছি।তবে আমরা সফল হতে চাই, প্রেম চাই আমাদের জীবনে।