পাবিপ্রবি প্রতিনিধিঃ ‘নষ্টামি ভন্ডামি বাদ দাও, সিঙ্গেল সোসাইটিতে যোগ দাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভালোবাসা দিবসে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সিঙ্গেল সোসাইটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ভিসি চত্বর হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিঙ্গেল সোসাইটি অব পাস্টের সভাপতি আল কাইয়ুম রাফিন, সাধারণ সম্পাদক সিক্ত মন্ডল, উপদেষ্টামন্ডলীর সদস্য ও সিঙ্গেল সোসাইটির অন্যান্য সদস্যরা।
প্রতিবাদ সভায় সংগঠনটির সভাপতি আল কাইয়ুম রাফিন উপস্থিত সকলকে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে পবিত্র ভালবাসার শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা ভালবাসার বিরুদ্ধে নয়। আমরা হচ্ছি পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে। প্রেমের নামে যেসব নষ্টামি, ভন্ডামীর মাধ্যমে আমাদের তরুন প্রজন্ম – যুব সমাজকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। আমাদের এই আন্দোলন সকল নষ্টামী ভন্ডামীর বিরুদ্ধে অব্যাহত থাকবে।
এসময় তিনি সংগঠনটির সাথে ওতপ্রোতভাবে যারা জড়িত আছেন সকলকে কমরেড হিসেবে ঘোষণা করেন। এবং সংগঠনের যেসকল সদস্যরা প্রেম ভালবাসার নামে নষ্টামী ভন্ডামীর সাথে জড়িত আছেন তাদেরকে পদত্যাগ করার আহ্বান জানান।