‘দ্বিতীয় অধ্যায়-চায়ের কাপে বাংলার মুখ : চায়ের কাপে হারিয়ে যাওয়া বাংলার রূপ দেখা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্পের ছোয়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকার চায়ের দোকানগুলো আবারও সেজেছে ভিন্ন রূপে। চিত্রশিল্পে এবার স্থান পেয়েছে বাঙালির সংস্কৃতির উপাদান। আর তা ফুটিয়ে তোলা হয়েছে দোকানগুলোর দেওয়ালে, চায়ের কেটলিতে, বসার বেঞ্চে ও টেবিলগুলোতে।
গতবারের মতো এবারও এই কার্যক্রমের প্রধান উদ্যোক্তা হলেন মডেল ও অভিনেত্রী মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯ এর শিরিন আক্তার শিলা ও তার তিন সদস্যবিশিষ্ট একটি টিম। শিরিন আক্তার শিলাসহ বাকি দুজন হলেন- সীমান্ত সাহা ও জেরিন সিনথি। তাদের মধ্যে শিরিন আক্তার শিলা ও সীমান্ত সাহা ঢাবির পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী। আর জেরিন সিনথি ঢাবির চারুকলা অনুষদের শিক্ষার্থী।
এই উদ্যোগের বিষয়ে শিরিন আক্তার শিলা বলেন, টিএসসির চায়ের দোকানগুলোকে আমরা চিত্রশিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলছি। এর কারণ হলো চায়ের দোকান নেই দেশে এমন রাস্তা খুঁজে পাওয়া মুশকিল। বাঙালি হিসেবে চায়ের টং আমাদের একটা মিলনমেলার মতো। তাই এটিতে আমরা শিল্পের ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি।