সাঈদ মঈন: আগামী ২৯ মে থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এবারও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১২ ফেব্রুয়ারি) রাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার উপকমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, ভর্তি পরীক্ষার উপকমিটির সভায় সেকন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে সকলেই একমত পোষণ করেছেন। বিষয়টি ভর্তির মূল কমিটির সভায় উপস্থাপন করা হবে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গত বছরের ন্যায় এবারও সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ থাকবে বলে কমিটির সদস্যরা জানিয়েছেন।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের মধ্যদিয়ে রাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরের দিন ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট ও ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা।
সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ২০২২-২৩ শিক্ষাবর্ষে সেকেন্ড টাইম রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মূল কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।