The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

এইচএসসিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের চমক অব্যাহত

সফলতার ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ এবারও চমকপ্রদ ফলাফল করেছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে দেখা গেছে প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১ হাজার ২০২ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৩ জন শিক্ষার্থী। জিপিএ-৫ এর গড় ৮৮.৪৪%।

কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ২০১২ সাল থেকে টানা তিন বছর ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করে। গত ২০১৫ সাল থেকে সেরাদের তালিকায় না থাকতে পারলেও ফলাফলে নিজেদের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে।

উল্লেখ্য, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ১২০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১০৬৩ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭৫০ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬৮৩ জন, ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৭৩ জন অংশ নিয়ে ১৫২ জন ও মানবিক শাখা থেকে ২৮১ জন অংশ নিয়ে ২২৮ জন জিপিএ-৫ পেয়েছে।

এইচএসসি পাস করলেন জাতীয় নারী দলের তিন ফুটবলার

You might also like
Leave A Reply

Your email address will not be published.