The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

সমুদ্র সৈকতে মিললো মৃত লেজবিহীন ডলফিন

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে শফিরবিল সমুদ্র সৈকতে মৃত লেজবিহীন ডলফিন পড়ে রয়েছে। এই ডলফিনে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে।

স্থানীয়রা জানায়, গত (১ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে ডলফিনটি মৃত অবস্থায় সৈকতে ভেসে আসে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডলফিনটি পর্যবেক্ষণ এবং নমুনা সংগ্রহ করেছে মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, ডলফিনটির দেহে পচন ধরছে। ক্ষুদ্রান্ত্রের কিছু অংশ পচনের কারণে শরীর থেকে বের হয়ে গেছে। লেজের অংশ নাই। বিজ্ঞানীদের ধারণা বেশ কিছুদিন আগে সাগরে ডলফিনটির মৃত্যু হয়েছে।

মৃত ডলফিনটি ইরাবতি ডলফিন বলে জানিয়ে বেলাল হায়দার বলেন, লেজ ব্যতিত ডলফিনটির দৈর্ঘ্য ৬ ফুট এবং ব্যাস ৫ ফুট ২ ইঞ্চি।

তিনি জানান, ডলফিনটির শরীরে পচন ধরার কারণে মৃত্যুর কারণ প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে না। দুর্গন্ধ ছড়াচ্ছে তাই বনবিভাগকে দ্রুত মাটি চাপা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সম্প্রতি ইরাবতি ডলফিনের ১০ থেকে ১৫ টির একটি দলকে কক্সবাজার সমুদ্র সৈকতের আশপাশে বিচরণ করতে দেখা গেছে। মৃত ডলফিনটি সেই দলে ছিলেন কিনা তা জানা যায়নি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.