The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির নতুন কমিটি গঠন

সাঈদ মঈন, সরকারি বাঙলা কলেজ: ‘সিঙ্গেল শক্তি, সিঙ্গেল মুক্তি’ এ স্লোগানকে সামনে রেখে রাজধানীর সরকারি বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের সিঙ্গেল সোসাইটির সদস্যদের সর্বসম্মতি ক্রমে সংগঠনের সাবেক সভাপতি মাহফুজুর রহমান সরকার, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ২০২৩ কার্যকারি পরিষদের নির্বাচন কমিশনার বাহাউদ্দিন বাহার, শরিফুল ইসলাম সাগর, আরিয়ান হৃদয় এবং বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্ঠার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটিতে এ কে এম শাকিল সভাপতি , শ্রাবণী আক্তার সাধারণ সম্পাদক এবং মোঃ আরাফাত ভূইঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

উক্ত কমিটিতে বাহাউদ্দিন বাহার, শাহেদুল ইসলাম সাহেদ, জাফর ইকবাল, শরিফুল ইসলাম সাগর, কাবুল মল্লিক বাবু, মুজিবুর রহমান মিঠু এবং আরিয়ান হৃদয় উপদেষ্টা। এম এ কাইয়ূম, আসিফ আলমগীর সায়ন, তৌফিক তানভীর, মশিউর রহমান সজীব, মোঃ অভি রাজ, মোঃ খায়রুল ইসলাম এবং আরিফুল ইসলামকে আজীবন সদস করা হয়।

ইসরাত ইমতিয়াজ,নাসির, ইভা, নুরুজ্জামান,সজীব,সুমন, এবং শাহিনকে সহ-সভাপতি, রবিন, সুমাইয়া, জাহিদুল, জিন্নাহ, নাদিম, শাহিন, লিয়াকতকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়।

আল আমিন হোসেনকে দপ্তর সম্পাদক, আকাশ মাহমুদকে প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, চিপাচাপা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক মোজাহিদ, ক্রাস দমন নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক তায়িফা, প্রধান ফটক নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক মুন্না, ছাতিম তলা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ এবং ফারুক চত্বর নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক এসএইচ সবুজ।

সাকিব, ফারহানা, রাবেয়া, কাজী জসিম, আদিল, জিহাদ, সালাউদ্দিন, সাঈদকে কার্যকরী সদস্য করা হয়েছে।

সাধারণ সম্পাদক শ্রাবণী আক্তার জানান, সিঙ্গেলদের জীবনে চাপ কম থাকে। এটি কেবল সম্পর্কের কারণে নয়, আর্থিকভাবে তারা চাপমুক্ত থাকেন মিঙ্গেলদের তুলনায়। কারণ গবেষণায় বলছে যারা একা থাকেন তারাই বরং বেশি ভালোভাবে বাঁচেন। তিনি আরও বলেন, ভালোবাসা কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। বাঙলা কলেজের মাটি সিঙ্গেল সোসাইটির ঘাটি।

এ বিষয়ে সংগঠনের সভাপতি এ কে এম শাকিল বলেন, যাদের সঙ্গী নেই, তারা কী দুঃখে কষ্টে জর্জরিত হয়ে বাঁচবেন? মোটেও নয়, কারণ বিভিন্ন গবেষণায় বলছে সিঙ্গেলরাই বেশি স্বাধীন জীবন কাটান মিঙ্গেলদের তুলনায়। এমনকি একা থাকার কারণে তারা স্বাস্থ্যগত বিভিন্ন সুবিধাও ভোগ করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.