সাকিবুল ইসলাম, জবিঃ ‘জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম এন্ড কন্টেন্ট রাইটার্স’ সংগঠনের নভেম্বর ও ডিসেম্বর মাসের সেরা লেখক পুরস্কার বিতরণ করা হয়েছে। সেরা লেখক হিসেবে যারা মনোনীত হয়েছেন মেহেদী শতাব্দী, মাহজুবা তানিজ এবং তাজুল ইসলাম তাসিন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা পরিষদের কয়েকজন এ পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবির হাসান সুজন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিল্টন এবং সাংগঠনিক সম্পাদক সিদরাতুল মুনতাহা।
সেরা লেখক এবং নবীন সকলের উদ্দেশ্যে সংগঠকরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীদের মধ্যে যারা লেখালেখির জগতে আছে তারা অন্যান্যদের থেকে আলাদা। তাদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি, সমস্যা উত্তরণের উপায় এবং নিজস্ব মত প্রকাশ করতে পারে।’
সেরা লেখকদের মধ্যে প্রথম হওয়া মেহেদী শতাব্দী বলেন, ‘আমাকে সেরা লেখকদের তালিকায় অন্তর্ভুক্ত করায় ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকলকে। পুরস্কার প্রাপ্তি সর্বদাই প্রফুল্লতা এনে দেয়, লেখালেখির প্রতি আগ্রহ বাড়ায়। এমন একটি সংগঠনে থাকতে পেরে এবং সেরাদের তালিকায় থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’
মাহজুবা তানিজ বলেন, ‘ সেরা লেখকদের একজন নির্বাচিত হয়েছি ও পুরস্কৃত হয়েছি, যেটা আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে দীর্ঘদিন। নিজেকে লেখনির মাধ্যমে প্রতিষ্ঠিত করতে তরুণদের উচিত এই স্বনামধন্য প্লাটফর্ম-এ যুক্ত হওয়া।’
অনুভূতি প্রকাশ করে তাজুল ইসলাম তাসিন বলেন, ‘সত্যি বলতে এতে আমি যেমন খুশি হয়েছি, তেমনি অনুপ্রাণিত হয়েছি। ছোটবেলায় অনেক লেখা দেখতাম পত্রিকায়। কিছু লেখকের নাম আমার সাথে মিলে যেত। আর অন্যদের বলতাম, এটাই আমি। কিন্তু সেই অলীক স্বপ্ন আজ সত্যি হলো।’
উল্লেখ্য যে, ‘জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম এন্ড কন্টেন্ট রাইটার্স’ সংগঠনটি ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের লেখালেখি বিষয়ে সহযোগিতা করে উৎসাহ উদ্দীপনা জাগিয়ে আসছে। এছাড়াও শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রতি মাসে সেরা লেখক নির্বাচন করে পুরস্কার বিতরণ করে থাকে।