The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ফের সমাবর্তনের ঘোষণা চবি উপাচার্যের

চবি প্রতিনিধিঃ ২০২৩ সালের মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন করা হবে বলে জানিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

আজ (০১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় চবিসাসের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন চবি উপাচার্য। তিনি বলেন, ‘এ বছরের ফেব্রুয়ারির মধ্যে সমাবর্তন করার ইচ্ছে ছিলো আমার। তবে এখনও প্রধানমন্ত্রী আমাদের সমাবর্তনের তারিখ দেননি।’

মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে, তখন মাননীয় প্রধানমন্ত্রী তারিখ নির্ধারণ করলে মহামান্য রাষ্ট্রপতি আসবেন। তবে এ বছরের মধ্যে সমাবর্তন করতে পারবো বলে আশা করছি।

এর আগে ২০২২ সালের ২৩ জুলাই চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে চবিতে পঞ্চম সমাবর্তন করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন।

এছাড়া গত তিন বছরে তিনবার সমাবর্তনের ঘোষণা দিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এর মধ্যে ২০২০ সালের ২৯ জানুয়ারি ২০২০ সালের মধ্যেই চবির ৫ম সমাবর্তন হবে বলে জানান। এরপর ২০২১ সালের ১৬ নভেম্বর চবির ৫৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের পরিকল্পনা সংক্রান্ত সংবাদ সম্মেলন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক বছরের মধ্যে সমাবর্তন করার কথা জানান চবি উপাচার্য।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ২৮ বছর পর ১৯৯৪ সালে প্রথম সমাবর্তন হয়। এরপর ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় চতুর্থ সমাবর্তন। এ নিয়ে ৫৬ বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মাত্র ৪টি সমাবর্তন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.