The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

পাবিপ্রবিতে ২০২১-২২ সেশনের নবীন বরণ অনুষ্ঠিত

পাবিপ্রবি প্রতিনিধিঃ নবীনদের পদচারণায় প্রানবন্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ২০২১-২২ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নবীন বরণ অনু্ষ্ঠান আয়োজন করেন।

সোমবার (৩০ জানুয়ারী) বিশ্ববিদ্যালয় স্বাধীনতা চত্বরে সকাল ১০ টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ তিলোয়াত ও জাতীয় সংগীত পরিচালনা করা হয়।

স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান। এরপর শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে এক এক করে ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক কে এম সালাহউদ্দিন বক্তব্য রাখেন।

এর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে বিকশিত, আলোকিত করার জায়গা। বিশ্ব নাগরিক হিসেবে নিজের স্বপ্নপূরণের জায়গা। আলোর দিকে যাত্রা শুরুর সর্বোচ্চ প্রতিষ্ঠান। হোচট খেয়ে কীভাবে উঠে দাড়াতে হয় তা শেখার কৌশল শেখায় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জ্ঞানকে নিজের মধ্যে আত্মস্থ করে দক্ষ মানব সম্পদের পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সর্বোপরি এখান থেকে জ্ঞান অর্জন, আহরণ ও জ্ঞান তৈরি করতে হবে। দেশটাকে ভালোবাসতে হবে, দেশকে বুকে ধারণ করে নিজকে, পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নিতে হবে।

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, রাষ্ট্র সমাজের বিবর্তনে আলোকিত মানুষ গড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়েছে। আগামী প্রজন্মের রূপকার তোমরা। জাতি ধর্মবর্ণ নির্বিশেষে এই জাতিকে এক করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালিকে নতুন দেশ, মানচিত্র দিয়েছে। তাকে সবসময় শ্রদ্ধায় স্মরণ করতে হবে।

উল্লেখ্য নবীনবরণের আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.