The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

হলে যান না প্রভোস্ট, মৃত্যু সংবাদ টানালেন শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট কক্ষের দরজাসহ আশেপাশের বিভিন্ন জায়গায় হল প্রভোস্ট অধ্যাপক ড. মনজুরুল হকের মৃত্যুসংবাদের পোস্টার লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

রবিবার (২৯ জানুয়ারি)’ হল প্রভোস্ট স্যারের অকাল মৃত্যতে আমরা জিয়া হলবাসী গভীরভাবে শোকাহত’ এমন একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে দেখা যায়।

ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য হল প্রভোস্টের স্বাক্ষর নিতে আসলে হলের সহযোগী রেজিস্ট্রার শাহ মো. মিজানুর রহমান প্রভোস্টের স্বাক্ষর এনে দেওয়ার কথা বলে পিয়নের মাধ্যমে রশিদ ছাড়াই একশ করে টাকা নেন। পরে বিষয়টি জানতে পেরে হলের আবাসিক শিক্ষার্থীরা সহযোগী রেজিস্ট্রার শাহ মো. মিজানুর রহমানকে জেরা করলে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন। এসময় প্রভোস্টের সাথে যোগাযোগ করতে না পেরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে হলের কর্মকর্তাদের প্রভোস্ট কার্যালয়ে তালা বদ্ধ করে রাখেন।

এছাড়াও শিক্ষার্থীরা হল প্রভোস্ট অধ্যাপক ড. মনজুরুল হক নিয়মিত হলে আসেন না বলে অভিযোগ করেন। তারা জানান, হলে প্রতিদিনই কোনো না কোনো সমস্যা দেখা দেয় কিন্তু অনেকবার অভিযোগ দেওয়ার পরও তিনি কোনো সমস্যা সমাধানের উদ্যেগ নেননি।

এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, হল চার্জের বাইরে কোনো টাকা পয়সা নেয়ার সুযোগ নেই। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে কারণ দর্শানোর নোটিশ দেয়ার নির্দেশ দিয়েছি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অনৈতিক ভাবে টাকা নেয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি শিক্ষার্থীদের রশিদ ছাড়া কাউকে টাকা না দেয়ার পরামর্শ দেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.