The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

বাকৃবির বর্ষসেরা নবীন সাংবাদিক রাইজিং ক্যাম্পাসের মো: আমান উল্লাহ

টিআরসি রিপোর্টঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) বর্ষসেরা নবীন সাংবাদিক-২০২২ হয়েছেন মো আমান উল্লাহ। নবীন সাংবাদিকদের কর্মদক্ষতা, সারা বছরের কাজের স্বীকৃতি ও কাজের প্রতি আগ্রহ বাড়াতে প্রথমবারের মতো সেরা নবীন সাংবাদিকের পুরষ্কার দেওয়া হয়।

শনিবার (২৮ জানুয়ারি) বাকৃবি সাংবাদিক সমিতি ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বর্ষসেরা নবীন সাংবাদিক হিসেবে মো আমান উল্লাহ এর ‍হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন ।

এসময় উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়য়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আসলাম আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ ও সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বর্ষসেরা রিপোর্টার, বর্ষসেরা ফিচার সাংবাদিক ও নবীন সাংবাদিক হিসাবে পুরষ্কার পেয়েছেন দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি তানিউল করিম জীম, ঢাকা পোস্টের বাকৃবি প্রতিনিধি মুসাদ্দিকুল ইসলাম তানভীর , আজকের বিজনেস বাংলাদেশের ইসরাত জাহান ।

অনুষ্ঠানে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ কে এম জাকির হোসেন বলেন, কৃষির উৎকর্ষ সাধনে কৃষির বিকল্প নেই। কৃষি সংক্রান্ত সংবাদ পরিবেশনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা নিয়মিত কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা নতুন নতুন চ্যালেঞ্জকে সামনে রেখে সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। কৃষি সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক রূপ প্রয়োজন। কৃষির সফলতা প্রান্তিক পর্যায়ে জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের আরও বেশি কাজ করতে হবে।

বাকৃবি সাংবাদিক সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান রনি বলেন, নবীন সাংবাদিদের সারা বছরের কাজের স্বীকৃতি এটি। প্রথমবারের মতো এ বছর সেরা নবীন সাংবাদিকের পুরষ্কার দেওয়া হয়েছে। এর ফলে পুরষ্কার প্রা্প্ত সাংবাদিক আরও বেশি উৎসাহিত হবেন। পাশাপাশি অন্যান্য নবীন সদস্যদের মধ্যেও আগ্রহ সৃষ্টি হয়।

উল্লেখ্য তিনি রাইজিং ক্যাম্পাসের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসাবে নিরলস ও চমৎকার কাজ করে চলেছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.