বেরোবি প্রতিনিধিঃ সবুজের চাদরে বৃক্ষের সমারোহে আবৃত উত্তরবঙ্গের অক্সফোর্ড ক্ষ্যাত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শীতের আগমনের সঙ্গে সঙ্গে নবীন শিক্ষার্থীদের পদচারণে যেন শীতের রিক্ততায় যেন পূর্ণতা পেয়েছে পেয়েছে বিশ্ববিদ্যালয়ের আঙিনা। বলছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথা। উত্তর জনপদের সাধারণ জনজীবনের অস্তিত্বজুড়ে গ্রামীণ লোকালয়ের নিকটবর্তী শহর থেকে দূরে বিস্তীর্ণ প্রাঙ্গণে অবস্থিত।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ২০২১-২২ সেশনের নবীনদের বরণে সব ধরনের কার্যক্রম প্ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কেরমোড়, ক্যাম্পাসের আনাচে ও খেলার মাঠে এখন নবীনদের জয়জয়কার। ক্যাম্পাসের ভিতর ডুকতেই কয়েক কদম সামনে এগোতেই দেখা যাচ্ছে ক্যাম্পাসে আসা একদল প্রাণবন্ত, চঞ্চল নতুন মুখের। কেউ দলবেঁধে ঘুরতেছে, কেউবা গ্রুপ সেলফি প্রত্যেকের চোখেমুখে নতুন ক্যাম্পাস নিয়ে উদ্দীপনা। জীবনের দীর্ঘ অধ্যায় শেষে নতুন অধ্যায়ের সূচনা কেবল কাঙ্ক্ষিত স্বপ্নপূরণের জন্য এসেছে সবাই। লক্ষ্যে পৌঁছাতে এ যেন অন্য রকম প্রাপ্তি। সবার মধ্যে একধরনের বাড়তি উত্তেজনা কাজ করছে।
অনুভূতি নিয়ে জানতে চাইলে ম্যানেজমেন্ট এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ১৪ ব্যাচের নবীন শিক্ষার্থী হুসাইন জামান সোহাগ জানান, ‘ ওরিয়েন্টেশন ক্লাশ অনেক প্রত্যাশার জিনিস। আমার অনেক ফ্রেন্ড আগেই পাবলিকান হয়েছে আর আজ আমি হয়ে গেলাম।সর্বপরি সবার সাথে সকল বন্ধুদের সাথে, বিভিন্ন জেলা থেকে আগত সবাই এক রুমে থাকতে পারছি আৃার ভাল লাগতেছে। আমার বাসার কাছে কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ছেড়ে এখানে ভর্তি হয়েছি। কারন আমি শুনছি বেরোবিতে কেন জোট নেই এবং বেরোবির বিবিএ বিভাগ গুলো অনেক ভাল।
আরও এক নবীন শিক্ষার্থী সালাউদ্দিন জানান, বেরোবিতে আসার মূল কারন বেরোবির বিবিএ ডিপার্টমেন্ট খুব ভাল তাই আমি বাসার কাছে বরিশাল বিশ্ববিদ্যালয় এ ইতিহাস রেখে এখানে ম্যানেজমেন্ট এ্যান্ড ইনফরমেশন সিস্টেম এ ভর্তি হয়েছি।’
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী দিপা রানী বলেন, আজকে বিশ্ববিদ্যালয়ে এসে আমার খুব ভালো লাগছে, কারন আমার অনেক দিনের আশা আজকে পূরন হলো। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আমার অনেক ভালো লাগে,আবার আমার বড় বোন এখানে পরে এই কারনে এই বিশ্ববিদ্যালয় আমার প্রথম চয়েস ছিল।
এভাবেই সোহাগ,সালাউদ্দিন, দিপার মতো হাজারো শিক্ষার্থীদের বিচিত্র ধরনের স্বপ্ন নিয়ে গড়ে উঠেছে প্রাণের ক্যাম্পাস। আর এভাবেই অনেক নবীন শিক্ষার্থীর স্বপ্নপূরণের ক্ষেত্র হয়ে উঠেছে বেরোবি।