পাবিপ্রবি প্রতিনিধিঃ গুচ্ছের নানা জল্পনা কল্পনা পেরিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২১-২২ ইং শিক্ষাবর্ষের পাঠদান শুরু হতে যাচ্ছে আগামী ৩১ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে রাব্বী খান রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত নিয়েছে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নির্দেশ অনুযায়ী এই বছর জানুয়ারির প্রথম তারিখেই পাঠদান শুরুর কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঠদান কার্যক্রম শুরু করতে পারেনি। ৮ম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরেও ২৬৪টি আসন ফাঁকা ছিল। তাই আসন ফাঁকা সমস্যাটি নিরসনের জন্য ২৭ই জানুয়ারি ৯ম মেধা তালিকা প্রকাশ করা হয়।
আইসিটি সেলের পরিচালক ড. আব্দুর রহিম জানান, আমরা স্বাক্ষাৎকারের মাধ্যমে যে সকল শিক্ষার্থী এখানে ভর্তি হতে ইচ্ছুক তাদের তালিকা প্রকাশের মাধ্যমে ৯ম মেধা তালিকা দেওয়া হয়েছে। ৯ম মেধা তালিকার ভর্তির তারিখ ৩১জানুয়ারি ও ১ফেব্রুয়ারি।
প্রসঙ্গত, গুচ্ছভুক্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ২১টি বিভাগে আসন রয়েছে মোট ৯৭৪টি। ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা হবে বিশ্ববিদ্যালয়টির ১৪তম ব্যাচ।