The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বাবর, টেস্ট ক্রিকেটার স্টোকস

২০২২ সালটি পাকিস্তানি অধিনায়কের অর্জণের বছর। গেল বছরে ধারাবাহিক ভবে বেশ ভালই খেলেছেন। আর তাই বছর পেরোতেই একের পর এক স্বীকৃতি মিলছে পাকিস্তান অধিনায়কের। বছরের সেরা ক্রিকেটার হিসেবে মিলেছে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। হয়েছেন ওয়ানডেরও সেরা ক্রিকেটার। আর টেস্টের সেরা খেলোয়াড়ের খেতাব পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।

গেল বছর মোট ১৫টি টেস্ট খেলেছেন স্টোকস। ইংল্যান্ডের অধিনায়ক ব্যাট হাতে ৮৭০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৬টি উইকেট। ৮৭০ রান করতে স্টোকস চারটি হাফ সেঞ্চুরির পাশাপাশি করেছেন দুটি সেঞ্চুরিও। এছাড়া নেতৃত্বের মাধ্যমে দলের চেহারাই বদলে দিয়েছেন ইংলিশদের এই অলরাউন্ডার। আর তাতে বছর সেরা টেস্ট খেলোয়াড়ের পুরষ্কার গেল তার হাতে।

অন্যদিকে, ২০২১ সালের পর টানা দ্বিতীয়বারের মতো আইসিসির ওয়ানডে ফরম্যাটের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বাবর। এই বছর মাত্র ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কিন্তু এর মাঝেই রানের ফুলঝুড়ি দেখা গেছে তার ব্যাটে।

৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এর মধ্যে সেঞ্চুরি করেছেন তিনটি। হাফ সেঞ্চুরি করেছেন পাঁচটি। অধিনায়ক হিসেবেও বছরটি দারুণ গেছে বাবরের। এই বছর তিনটি সিরিজ খেলে তিনটিই জিতেছে তার নেতৃত্বাধীন দল।

You might also like
Leave A Reply

Your email address will not be published.