ক্যাম্পাস প্রতিনিধিঃ ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহ তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করেন।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা আজ বৃহস্পতিবার । এই উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করার মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ অস্থায়ী পূজা মন্দপে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মালম্বী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান।এসময় অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আগত অতিথিদেরে আপ্যায়ন করানো হয় এবং পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।