The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

ঢাবি ও অধিভুক্ত সাত কলেজের ১০৯ শিক্ষার্থী বহিষ্কার

পরীক্ষায় নকল, নারী উত্ত্যক্তকরণ, বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত কর্মকাণ্ড ও মাদকদ্রব্য গ্রহণসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত সাত কলেজের ১০৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক সভায় ওই ১০৯ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বহিষ্কৃত ১০৯ শিক্ষার্থীর মধ্যে একজনকে স্থায়ীভাবে এবং বাকি ১০৮ জন শিক্ষার্থীকে সাময়িক ও বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কারকৃত ওই শিক্ষার্থীর নাম মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুল। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.