The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

সহকারী জজ পরীক্ষায় প্রথম হলেন রাবি শিক্ষার্থী আশিকুজ্জামান

১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী আশিকুজ্জামান। এ নিয়ে টানা তৃতীয় বারের মতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির শিক্ষার্থী।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

ফলাফলে প্রথম হয়েছেন রাবির আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আশিকুজ্জামান। এ তালিকায় রাবির অন্য শিক্ষার্থীরা হলেন- ৬ষ্ঠ সাদিয়া আনজুম পূর্নতা, ১০ম মাহমুদুল হাসান, ১৪তম সুমাইয়া খন্দকার মুমু, ২৪তম সাদিয়া মৌ, ৪১তম সাদিয়া ইসলাম ও ৫৯তম মাইশা তাহরিন একতা।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বিষয়টি নিশ্চিত করেন।

প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, মেধা তালিকায় থাকা ১০০তম, ১০১তম, ১০২তম ও ১০৩তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও তিনজন মিলিয়ে মোট ১০৩ জনকে মনোনীত করা হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.