ক্যাম্পাস প্রতিনিধিঃ আধুনিক বিশ্বে তথ্য প্রযুক্তির বিস্তার যেভাবে বৃদ্ধি পাচ্ছে। সে হিসেবে প্রযুক্তি ছাড়া এক মুহূর্ত চলা যেন মুশকিল। আর কম্পিউটার ছাড়া বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। আর এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার জন্য কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল ২ টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের অষ্টম তলায় স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিভাগটির বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক তানিয়া আফরিন তন্বী, সহকারী অধ্যাপক সাদিক হাসান শুভ, প্রভাষক আফরোজা ইসলাম লিপিসহ শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা হলো গ্লোবাল ভিত্তিক। কাজেই শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্য কম্পিউটার ল্যাবের গুরুত্ব অপরিসীম। কম্পিউটার হলো সারা পৃথিবীর সাথে সংযোগের একটি গেইটঅ্যাওয়ে। আর এই কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য বিভাগের শিক্ষক মহোদয় ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি এই বিভাগটি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আরো অনেক দূর এগিয়ে যাবে।”
বিভাগটির বিভাগীয় প্রধান মো. রাকিবুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের জন্য প্রয়োজন ছিল। আর এই প্রয়োজন অনুভব করে বিভাগে কম্পিউটার ল্যাব স্থাপনের ব্যবস্থা করায় বিশ্বববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি ল্যাবটি শিক্ষার্থীদের আরো দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।”