ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনট্রাডিউসিং প্রিন্টমেকিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে বীরশ্রষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ২০৭ নম্বর কক্ষে এ কর্মশালার আয়োজন করেন ফাইন আর্টস বিভাগ।
বিভাগটির সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমানের সভাপতিত্বে ৩ দিনব্যাপি এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বােধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
উদ্বােধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাওয়াজ রব এবং স্বাগত বক্তব্য রাখেন বিভাগটির প্রভাষক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক অনিদিতা হাবিব।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রিন্টমেকিং মেশিনের কার্যক্রম উদ্বােধন করেন।