The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪

ইবিতে শ্রেণিকক্ষ সংকটে শিক্ষার্থীদের আন্দোলন

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শ্রেণিকক্ষ সংকটের কারণে আন্দোলন করেছে ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। শনিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে আন্দোলন করেন তারা। পরে শ্রেণিকক্ষ বরাদ্দসহ দুই দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

আন্দোলনে শিক্ষার্থীরা বলেন, বিভাগটির যাত্রা ২০১৭ সালে শুরু হলেও এখন পর্যন্ত আমাদের কোন শ্রেণিকক্ষ বরাদ্দ দেওয়া হয়নি। এতদিন আমরা আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষ ধার নিয়ে আমাদের পড়াশোনা চালিয়ে এসেছি। পরীক্ষার জন্যও যেতে হয় অন্যভবনে।

মীর মশাররফ হোসেন ভবনের নির্মাণাধীন ফ্লোরে রুম বরাদ্দ দেয়ার আশ্বাস দিলেও এখন তা অন্য বিভাগকে দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা। এসময় বিভাগের প্রায় তিনশত শিক্ষার্থী আন্দোলনে অংশ নেয়। এর আগে শ্রেণিকক্ষ দখল করতে যাওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগ করেন শিক্ষার্থীরা।

বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার বলেন, আমাদের বিভাগটির প্রতিষ্ঠা থেকেই একটি মাত্র শ্রেণিকক্ষ রয়েছে। বর্তমানে ৪৬০ জন শিক্ষার্থীর পক্ষে একটি শ্রেণিকক্ষে ক্লাস করা সম্ভব নয়। তাই তারা ক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করেছে। আমি তাদের অনেক বুঝানোর চেষ্টা করেছি ক্লাসে ফিরে আসার জন্য কিন্তু তারা কর্ণপাত করেনি। প্রশাসনের নিকট আমাদের আবেদন তারা তাড়াতাড়ি শিক্ষার্থী বান্ধব একটি সিদ্ধান্ত নিবে বলে আশা করছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যলয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ভবনটির চতুর্থ তলার কাজ চলমান রয়েছে। এখনো ঠিকাদাররা আমাদেরকে বুঝিয়ে দেয়নি। বুঝিয়ে দিলে আমরা বরাদ্দের বিষয়ে দেখবো। তারা কেন এমনটি করছে আমি জানিনা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.