ফিফা বিশ্বকাপ ২০২২ টুর্নামেন্টের কাপ জেতার পর থেকে নিজেদের জাতীয় ফুটবল দল ও খেলোয়াড় নিয়ে উচ্ছাস থামছেই না আর্জেন্টিনাবাসীর। তারা একের পর এক বিস্ময় ঘটিয়েই চলেছেন। স্বাভাবিকভাবেই এই উচ্ছাসের কেন্দ্রে আছেন দেশটির জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে দক্ষিন আমেরিকার সমৃদ্ধ ফুটবল ঐতিহ্যের এ দেশটিতে মেসির ট্যাটু বা উল্কি আঁকার হিড়িক পড়েছে। অনেকেই নিজেদের শরীরে ট্যাটু হিসেবে মেসির ছবি ব্যবহার করছেন।
সেই ধারাবাহিকতাতেই এবার তাক লাগিয়েছেন চার্লি ফেরিসেল্লি নামের এক আর্জেন্টাইন কৃষক। নিজের বিশাল ভুট্টাক্ষেতে তিনি চারা রোপন করেছেন মেসির মুখের আদলে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশও করেছেন নিজের ক্ষেতের ছবি।
ফেরিসেল্লির ভাষ্য, জাতীয় দলের অধিনায়ককে সম্মান জানাতে নিজের ক্ষেতে ‘কৃষিজ উল্কি’ করেছেন তিনি।
এএফপিকে তিনি বলেন, ‘কাতার বিশ্বকাপ টুর্নামেন্টের ফাইনাল পর্যায়ে যখন আমাদের ফুটবল দল পৌঁছানোর পর আমার মনে হলো, মেসির প্রতি সম্মান জানিয়ে কিছু করা উচিত। আমার মাথায় তখন এই চিন্তা এলো এবং সিদ্ধান্ত নিয়ে ফেললাম— এটা করব। আপনি একে কৃষিজ উল্কিও বলতে পারেন।’
পিকের বাড়ির সামনে দেওয়াল তুললেন শাকিরা! চলছে দিনরাত খোঁচা-মারা গান