ঢাকা কলেজ প্রতিনিধিঃ হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকা কলেজের গণিত বিভাগের আবাসিক শিক্ষার্থী মো. আরাফাত ইসলাম প্রিন্স। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১টা ৪০ মিনিটে নেত্রকোনায় নিজ বাড়িতে হার্ট অ্যাটাক করে মারা যান তিনি।
শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ নাসির উদ্দিন।
তিনি বলেন, আরাফাত ১ম বর্ষ থেকেই শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ছিল। কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করত। তার মতো মেধাবী, স্বল্পভাষী এবং বিনয়ী শিক্ষার্থীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। গত দুই দিন আগেই সে বাড়িতে গিয়েছে। যতটুকু জানি তার বাবা নেই। পরিবারে মা এবং ছোট বোন রয়েছেন। মৃত্যুর খবর শোনার সাথে সাথে তার কক্ষে ছুটে গিয়েছি। সেখানে সহপাঠীদের সাথে কথা বলেছি। তারাও অত্যন্ত ব্যথিত। আমরা সবাই মিলে আরাফাতের জন্য প্রার্থনা করি। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা কলেজের মসজিদে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দুআ করা হবে। একইসঙ্গে ঢাকা কলেজ পরিবার পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
বন্ধুবৎসল এবং স্বল্পভাষী আরাফাতের মৃত্যুর খবরে শোকে হতবিহবল তার সহপাঠী ও ছাত্রাবাসের অন্যান্য শিক্ষার্থীরা।