শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দুই দপ্তরের জনবল কাঠামোতে ব্যাপক পরির্বতন আসতে চলেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অর্গানোগ্রামে ১০১টি এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অর্গানোগ্রামে ২৫টি পদসহ মোট ১২৬টি নতুন পদ যুক্ত হচ্ছে। এতে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা শাখার উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্গানোগ্রামে ১০১টি পদ এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির অর্গানোগ্রামে ২৫টি পদসহ মোট ১২৬টি পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।