The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিনরোড ও মহাখালী ক্যাম্পাসে ১৫ দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন হয়েছে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এ ভর্তিমেলা চলবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির গ্রিনরোড ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল বাশার।

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এ ভর্তিমেলা। শুরু থেকেই মেলায় ভর্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে ক্যাম্পাসে ভিড় করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। ইউনিভার্সিটির কর্মকর্তারা এই মেলায় ভর্তিসংক্রান্ত বিভিন্ন তথ্য জানাচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকদের। মেলা চলাকালে বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় এবং কলা ও মানবিক অনুষদের অধীনে ১২টি বিভাগের ২০টি বিষয়ে ভর্তিতে থাকছে বিশেষ ছাড়।

এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে টিউশন ফির ওপর থাকছে ৫০-১০০ শতাংশ ছাড়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ম অনুযায়ী সেমিস্টার পরীক্ষার ফলের ওপর ভিত্তি করেও ছাড় রয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.